রবিবার ০৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২০ মে ২০২৪ ১১ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম দফার ভোট শুরু হতেই একাধিক জায়গায় অশান্তির ছবি। বনগাঁ লোকসভার গয়েশপুর অঞ্চলে বিজেপির বুথ এজেন্ট ফেলে মারধরের অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমুলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। নির্বাচন শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে ৪৭১টি অভিযোগ জমা পড়েছে। পাঁচলায় ভাঙচুর করা হল সিপিএমের ক্যাম্প অফিস।
হাওড়ার লিলুয়ায় ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার গৌতম মান্নাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই প্রিসাইডিং অফিসারকেই মারধরের অভিযোগ উঠেছিল হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর ওপর। অন্যদিকে, পুরশুড়ার ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের কাছে উদ্ধার হল দুটি বোমা। বোমা নিয়ে যাওয়ার অভিযোগে ইতিমধ্যেই এক জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।